আজ ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নরসিংদীতে সাবেক মেয়রের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুলের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে মামলার বাদী পক্ষের সমর্থক ও নেতাকর্মীরা। এসময় বিক্ষোভকারীরা ঝাড়ু হাতে একটি মিছিল সহকারে আদালত প্রাঙ্গনে যেতে চাইলে সদর উপজেলা মোড়ে পৌছলে বাঁধা দেয় পুলিশ। পরে সেখানেই সাবেক মেয়র ও জেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুলের কুশপুত্তালিকা দাহ করে পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক জনপ্রিয় কমিশনার মানিকের সমর্থকরা। সোমবার (২০ মার্চ) সকালে এই ঘটনা ঘটে।

আদালত সূত্রে জানা যায় ২০০১ সালের ১ জানুয়ারী নরসিংদী পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মানিককে গুলি করে হত্যা করে দূর্বৃত্তরা। পরে তৎকালীন পৌর চেয়ারম্যান প্রয়াত লোকমান হোসেন, তার ভাই সাবেক মেয়র ও বর্তমানে জেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কামরুজ্জামানসহ ১০ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আমির হোসেন আমু।

এ মামলায় সঠিক বিচার না পাওয়ায় আদালতে নারাজি দায়ের করেন বাদী পক্ষ। এরপর থেকে পূনরায় বিচার কার্য চালুর নির্দেশ দেয় আদালাত। দীর্ঘদিন স্বাক্ষীদের আদালতে আসতে না দেওয়ায় বাদী পক্ষের অভিযোগে ক্ষুব্দ হয় কমিশনারের সমর্থকসহ জেলা আওয়ামীলীগের একাংশের নেতাকর্মীরা।

এরই প্রেক্ষিতে সোমবার স্বাক্ষ্য গ্রহণের নির্ধারিত দিনে কামরুজ্জামানের উপস্থিত হওয়ার খবরে আদালত প্রাঙ্গনে বিক্ষোভ প্রদর্শন করে বাদী পক্ষের লোকজনসহ আওয়ামীলীগের একাংশ।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ