আজ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নরসিংদীর সড়কে প্রাণ গেল বাস চালকের

কাজী রুনা লায়লা

নরসিংদীতে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল রব মিয়া (৩৫) নামে একজন বাস চালকের । বাস, ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহতের ঘটনা ঘটে। এঘটনায় আহত হয়েছেন বাস ও প্রাইভেটকারের অন্তত ১৫ জন যাত্রী। শুক্রবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর দগরিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

ইটাখোলা হাইওয়ে পুলিশসূত্রে জানা যায়, শুক্রবার ভোরে সিলেট থেকে ঢাকা গামী আল মোবারাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নরসিংদী শহরতলী দগরিয়া এলাকায় পৌছলে ঢাকা থেকে ভৈরব গামী ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে বাস ও প্রাইভেট কারটির সামনের অংশ দুমড়ে-মুছড়ে যায়। এ ঘটনায় বাস চালক রব মিয়া ঘটনাস্থলেই মারা যায় এবং বাস ও প্রাইভেট কারে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়। এদিকে দূর্ঘটনার সংবাদে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে আহতদের চিকিৎসার জন‍্য নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে এবং নিহতের লাশ ময়না তদন্তের জন‍্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

হাইওয়ে পুলিশের ইনচার্জ হায়দার আলী ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, দূর্ঘটনায় নিহতের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে এবং আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ