নিজস্ব প্রতিবেদক
দেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১১টার দিকে নরসিংদী সদর উপজেলার প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত বাবুরহাটে (শেখেরচর)’র উত্তর পাশে খালপাড় মেইন গলিতে এই আগুন লাগার ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রনে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট।
প্রত্যক্ষদর্শী ও দোকান মালিক সূত্রে জানা যায় রাত ১১ টার দিকে হাটের উত্তর পাশের খালপাড় মেইন গলিতে সাকিব ফেব্রিক্সের পাশের সাটিং শুটিং কাপড়ের দোকান নিলুফা ফেব্রিক্স নামে একটি দোকানের ভিতর আগুন জ্বলতে দেখে বাজারের নৈশ প্রহরীরা তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পুড়ে যাওয়া দোকান গুলোর মধ্যে অধিকাংশ দোকান সাটিং শুটিংয়ের কপড়।
আগুনের তীব্রতা থাকায় তা দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে অল্প সময়ের মধ্যে প্রায় দুই শতাধিক দোকান ছাই হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে নরসিংদীর বিভিন্ন উপজেলার ফায়ার সার্ভিসের মোট ৮ টি ইউনিট কাজ করছে। এরপরও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না বরং দ্রুত এক দোকান থেকে অন্য দোকানে ছড়িয়ে পড়ছে। সর্বশেষ প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পর রাত ২ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। ততক্ষণে প্রায় দুই শতাধিক দোকান পুড়ে ছাই। তবে কিভাবে আগুন লেগেছে বিষয়টি তাৎক্ষণিকভাবে বলতে পারেনি কেউ। অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। রাত ২টায় ঘটনাস্থলে থাকা মকবুল মোসেন নামে একজন গণমাধ্যম কর্মী ও ব্যবসায়ী মনিরুজ্জামান মনির জানান, নিলুফা ফেব্রিক্স নামে একটি সাটিং শুটিংয়ের কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। গলির উত্তর দিকের উভয় পাশের মনিরুজ্জামান মনির এর দোকান সহ প্রায় দুই শতাধিক’ দোকান পুড়ে গেছেন বলে জানান। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কত হতে পারে তা তিনি বলতে পারবেন না বলে জানান। তবে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমান কয়েকশ’ কোটি টাকা হতে পারে বলে মনে করছেন ।
পলাশ উপজেলা ফায়ার সার্ভিসের ফায়ার অফিসার হাদিউল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে মাধবদী, নরসিংদী সদর, পলাশ ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তবে কয়টি দোকান পুড়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত হতে পারে তা তাৎক্ষণিক ভাবে বলতে পারছেনা বলে জানায় ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।