আজ ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নরসিংদীর রায়পুরায় বন্দ রেলস্টেশন চালুর দাবিতে মানববন্ধন

হারুনূর রশিদ

কয়েক বছর ধরে নরসিংদীর রায়পুরার আমিরগন্জ রেল স্টেশনটি কয়েক বছর ধরে বন্ধ রয়েছে। লাখো মানুষের দুর্ভোগ কমাতে স্টেশনটি পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করেছে সামাজিক সংগঠন ও স্থানীয় এলাকাবাসি।রোববার বেলা ১১ টায় উপজেলার আমিরগন্জ রেলস্টেশন প্লাটফর্মে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার ঐতিহ্যবাহী আমিরগন্জ স্টেশনটি দীর্ঘ আড়াই বছর ধরে সিগনালের মটর চুরির পর থেকে বন্ধ রয়েছে। প্রতিদিন ৫টি ইউনিয়নের কয়েক হাজার যাত্রী ও পণ্য পরিবহনের একমাত্র মাধ্যম এই স্টেশনটি। কিন্তু কর্তৃপক্ষ লোকবল সংকটের অজুহাত দেখিয়ে স্টেশনটি বন্ধের নোটিশ টানিয়ে বন্ধ করে দেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার শিল্পাঞ্জল এলাকা হিসাব ঐতিহ্যবাহী স্টেশনটির সিগনেলের মটর চুরির পর দীর্ঘ আড়াই বছর আগে কর্তৃপক্ষ লোকবল সংকটের অজুহাত দেখিয়ে স্টেশনটি বন্ধের নোটিশ টানিয়ে বন্ধ করে দেয়।
প্রতিদিন ৫টি ইউনিয়নের কয়েক হাজার যাত্রী ও পণ্য পরিবহনের একমাত্র মাধ্যম এই স্টেশনটি। স্থানীয়রা স্টেশনটি পূনরায় চালু করার দাবিতে বিভিন্ন দপ্তরে লিখিত চিঠি দিয়ে কাজ না হওয়ায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে খুলে দেয়ার আহ্বান জানান। অন্যতায় তারা কঠিন কর্মসূচি ঘোষণার কথাও জানান।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ