হারুনূর রশিদ
নরসিংদীর রায়পুরায় সেচ্ছাসেবী সংগঠন “রক্তবন্দু মানবকল্যাণ সোসাইটি” এর পক্ষ থেকে স্থানীয় দুস্ত গরীব অসহায় ও কর্মহীন ১২০ জন মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
মঙ্গলবার ৯ এপ্রিল রায়পুরার বড়চর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপহার সামগ্রিক বিতরণ করা হয়।
উপহার সামগ্রির মধ্যে ছিলো আলু, তেল ডাল, চিনি, সেমাই, গরম মসলা, পোলাও চাল ইত্যাদি।
উপহার বিতরণ অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ সিরাজুল ইসলাম সালামের সভাপতিত্ব মো কবির হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রভাষক মো সাখাওয়াত হোসেন ও মোহাম্মদ সাইফুল্লাহ, এম এ কাউসার, মোজাম্মেল হক,
রাজু আহমেদ, নবাব মিয়া, মোহাম্মদ তোফাজ্জল হোসেন প্রমূখ।
সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ সিরাজুল ইসলাম সালাম বলেন, সংগঠনটি প্রবাসী ও সেচ্ছাসেবী সদস্যদের সমন্বয়ে অর্থায়নে তিন বছর যাবৎ পরিচালিত হচ্ছে। তারা দশ হাজার মানুষকে সেচ্চায় রক্তদান, শীতবস্ত্র বিতরণ, এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, অসুস্থ রোগীকে চিকিৎসা সহায়তাসহ সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সকলের সহযোগিতায় আগামীতেও আরও সেবা মূলক কার্যক্রম পরিচালনা করবো।