আজ ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

নরসিংদীর রায়পুরায় কিশোরীকে ধর্ষণ যুবক গ্রেফতার

রায়পুরা প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় চৌদ্দ বছরের এক কিশোরীকে অচেতন করে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় নূর মোহাম্মদ শুক্কুর (৩৫) নামে এক ব‍্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ অক্টোবর) গ্রেফতারকৃত ব‍্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় থানা পুলিশ।

এর আগে মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে ধর্ষিতা কিশোরীর পরিবারের পক্ষ থেকে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে রাতেই উপজেলার দৌলতকান্দি রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে শনিবার দিবাগত রাতে উপজেলার মির্জানগর ইউনিয়ের হাঁটুভাঙ্গা এলাকায় নির্জন একটি কক্ষে এ ঘৃণিত ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত নূর মোহাম্মদ শুক্কুর উপজেলার আমিরগন্জ ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের মতিউর রহমানের ছেলে। সে পেশার একজন ভাঙ্গারি ব্যবসায়ী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই কিশোরী এং তার বান্ধবী (১২)সহ কয়েকজন উঠতি বয়সের মেয়ে জেলার আমিরগঞ্জ ও নরসিংদী রেলস্টেশনে ফেরি করে ফুল বিক্রি করত। প্রতিদিনের মতো গত শনিবারও তারা ফুল বিক্রি করতে বাসা থেকে বের হয়। ভিকটিম নুর মোহাম্মদ শুক্কুরের শ্যালিকা হওয়ার সুবাদে তারা পূর্ব পরিচিত ছিলো। অভিযুক্ত শুক্কুর ভিকটিম ও তার বান্ধবীকে ফুসলিয়ে নিয়ে গিয়ে জুসের সাথে অচেতন নাশক দ্রব‍্য মিশিয়ে তাদেরকে
খাইয়ে অচেতন করেন। পরে তাদের দুজনকে নির্জন স্থানে নিয়ে কিশোরীকে ধর্ষণ করেন। এদিকে ভিকটিমের বান্ধবীর জ্ঞান ফিরে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে এসে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে স্থানীদের সহায়তায় ভোরে হাঁটুভাঙ্গা এলাকার নাছির চেয়ারম্যানের পরিত্যক্ত কারখানার ভিতর থেকে বিবস্ত্র অবস্থায় ধর্ষিতা কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

কিশোরীর বাবা বলেন, ‘এ ঘটনার পর ধর্ষক শুক্কুরের স্ত্রী ও মা তাদের বাড়ীতে এসে আপস মীমাংসার জন্য প্রস্তাব দেয়। কিন্তু তিনি তাদের সে প্রস্তাব নাকচ করে দেন। তিনি এ ঘটনার উপযুক্ত বিচার দাবী করেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল রহমান ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর পর ধর্ষককে গ্রেফতার করা হয়। পরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ হয়েছে।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ