আজ ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

নরসিংদীর মেঘনায় নৌকা ডুবি ভাইয়ের পর বোনের মরদেহ উদ্ধার

কাজী রুনা লা্য়লা

 
নরসিংদীতে মেঘনা নদীর উত্তাল ঢেউয়ে নৌকা ডুবিতে নিখোঁজ নিখোঁজ ভাইয়ের পর বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে।  শনিবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টায় আড়াই হাজার উপজেলার বিশনন্দী এলাকার মেঘনা নদী থেকে বোন জান্নাতুল (১৪)’র মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এর আগে শুক্রবার {৫ জুলাই} সকালে ভাই আব্দুল্লাহ (১২)’র মরদেহ উদ্ধার করা হয়।  

 

নিহত জান্নাতুল নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার এমতাজ মিয়ার মেয়ে এবং নিহত আবদুল্লাহ তারই ছেলে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার মেঘনাবাজার এলাকায় মেঘনায় উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনায় তারা নিখোঁজ হয়।

 

নিহতের পিতা এমতাজ মিয়ার বলেন, বৃহস্পতিবার রাতে নিকটবর্তী বগারগোত গ্রামে আমার মা-বাবা, স্ত্রী ও দুই সন্তানকে সাথে নিয়ে আমার এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলাম। মেঘনাবাজার থেকে নৌকা যোগে রওনা দেই আমরা। মেঘনার মাঝ নদীতে পৌছলে বাতাসের সাথে উত্তাল ঢেউ শুরু হয়। ঢেউয়ের তোরে আচমকাই আমাদের নৌকাটা ডুবে যায়। পরে আমি আমার স্ত্রী, মা-বাবাকে অন্য নৌকার সাহায্যে পাড়ে নিতে পারলেও মেঘনার স্রোতে আমার দুই ছেলে-মেয়ে নিখোজ থাকে।  শুক্রবার আমার ছেলে আব্দুল্লাহর এবং  আজ শনিবার মেয়ে জান্নাতুলের মরদেহ পাওয়া যায়।

 

নরসিংদী মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খায়রুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেঘনা নদী পাড়ি দিতে গিয়ে ওই পরিবার ছোট্ট একটি নৌকা ভাড়া নেয়। মেঘনার  উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ভেঙে যায়। এ ঘটনার পর আমাদের টিম কাজ করে রাতেই চারজনকে জীবিত উদ্ধার করা হয়। শুক্রবার সকালে তাদের নিখোঁজ ছেলের এবং আজ  পাওয়া যায় মেয়ে জান্নাতুলের মরদেহ।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ