মাধবদী প্রতিনিধি
নরসিংদীর মাধবদীতে নির্মল দেবনাথ (৪৫) নামে মিষ্টির দোকানের এক কর্মচারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে নরসিংদী সদর উপজেলার বিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় মরদেহ উদ্ধার করে মাধবদী থানা পুলিশ।
নিহত নির্মল দেবনাথ কিশোরগঞ্জের কটিয়াদী থানাধীন গোথালিয়া এলাকার রঞ্জিত দেবনাথের ছেলে। বর্তমানে তিনি নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার দক্ষিণ বিরামপুর এলাকায় নিজ বাড়িতে স্থানীয়ভাবে বসবাস করে আসছে।
মঙ্গলবার রাতে তার পরিবারের লোকজন বেড়াতে যাওয়ায় তিনি বাড়িতে একা ছিলেন। রাতের কোন এক সময় বেন্টিলেটরের ফাঁকা জায়গা দিয়ে দুর্বৃত্তরা চুরির উদ্দেশ্যে তার ঘরে ঢুকে তাকে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে বলে জানান মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামরুজ্জামান মিলন।
নিহতের স্ত্রী জানায়, সন্ধ্যায় ভাইফোটা দেওয়ার উদ্দেশ্যে তিনি তার তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে তার পিতার বাড়িতে যায়। পরে সোমবার সকাল ৯টায় এসে বাড়িঘরের আসবাবপত্র এলোমেলো ও তার স্বামীকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ও পিবিআই নরসিংদী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠান।