মাধবদী প্রতিনিধি
নরসিংদীর মাধবদী’তে ছুরিকাঘাতে পারুল বেগম (৪০) কে হত্যার ঘটনার মামলায় তাঁর দেবর জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় মাধবদী থানার আমদিয়া ইউনিয়ন পরিষদের ৭নম্বর ওয়ার্ড (ইউপি) সদস্য মো. হেলাল উদ্দিনের বাড়ি থেকে আসামি কে গ্রেপ্তার করা হয়।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের আমদিয়া বাজারসংলগ্ন নিজ বাড়ির আঙিনায় গৃহবধূ পারুল ছুরিকাঘাতে নিহত হন । নিহতের ঘটনায় আজ সকালে তাঁর ভাই মো. সুজন মিয়া (২৬) বাদী হয়ে মামলা দায়ের করেন। এতে জসিম উদ্দিন সহ ছয়জন এবং অজ্ঞাতনামা আরও চার–পাঁচজনকে আসামি করা হয়।
গ্রেপ্তার জসিম উদ্দিন (৩৫) আমদিয়া এলাকার বীর মুক্তিযোদ্ধা দুখু মিয়ার ছেলে এবং নিহত পারুল বেগমের স্বামী লোকমান হোসেনের ছোট ভাই হিসেবে দেবর।
মামলা সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের পর থেকেই জসিম উদ্দিন পলাতক থেকে স্হানীয় লোকজনের সাথে যোগাযোগ করতেন।
আজ সন্ধ্যা সাতটার দিকে জসিম উদ্দিন স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিনের বাড়িতে উপস্হিত হন।সাড়ে সাতটার দিকে মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) তানভীর আহমেদ তাঁকে ওই বাড়ি থেকে গ্রেফতার করেন।