নরসিংদীতে জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপসচিব আবু নঈম মোহাম্মদ মারুফ খানকে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার ৩১ শে মে রাষ্ট্রপতির অনুরোধক্রমে জন প্রশাসন মন্ত্রনালয়ের মাঠ প্রশাসন ২ শাখার উপসচিব শাহীন আরা বেগম পিএএ, এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।
এর আগে জন প্রশাসন মন্ত্রনালয় অপর একটি প্রজ্ঞাপনে নরসিংদী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইনকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে উপসচিব হিসেবে বদলীর আদেশ দেন।
নরসিংদীতে নবনিযুক্ত জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।