বিল্লাল হোসেন খান
বাংলাদেশ দলিল লেখক সমিতির ৫ ম বারের মত সভাপতি নির্বাচিত হওয়ায় নরসিংদীর কৃতিসন্তান নূর আলম ভূঁইয়াকে সম্মাননা জানিয়েছে ‘নরসিংদীর খাসখবর’ পরিবার। মঙ্গলবার (২৮ মার্চ) নরসিংদীর মাধবদীস্থ নূর আলম ভূঁইয়ার বাসভবনে নরসিংদী থেকে প্রকাশিত ‘নরসিংদীর খাসখবর’ পত্রিকার সম্পাদকমন্ডলীর সদস্য ও নরসিংদীর খাসখবর’ পরিবারের পক্ষ থেকে সম্মাননা স্মারক সারাদেশের দলিল লেখকদের অভিভাবক নূর আলম ভূঁইয়া’র হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
নরসিংদীর খাসখবর’ পত্রিকার সম্পাদক মন্ডলীর সদস্য ও নরসিংদীর খাসখবর’ পরিবারের পক্ষ থেকে নূর আলম ভূঁইয়ার হাতে ক্রেস্ট তুলে দেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. কবির হোসেন এবং ভারপ্রাপ্ত সম্পাদক মো. শাহাদাৎ হোসেন রাজু ও সহযোগী বার্তা সম্পাদক মোখছেদুল হক ভূঁইয়া মানিক। এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) সফিকুল ইসলাম রিপন ।
জানা যায়, গত ৪ মার্চ (শনিবার) ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ দলিল লেখক সমিতি (বাদলেস)’র পঞ্চবার্ষিকী সম্মেলন তৃণমূলের দলিল লেখকদের মতামতের ভিত্তিতে স্টিয়ারিং কমিটি পূণরায় নূর আলম ভূঁইয়াকে সভাপতি এবং জুবায়ের আহমেদকে সাধারণ সম্পাদক মনোনীত করলে অনুষ্ঠানের প্রধান অতিথি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এড. আনিসুল হক তাদের নাম ঘোষণা করেন। এর ফলে নরসিংদীর কৃতি সন্তান নূর আলম ভূঁইয়া টানা ৫ ম বারের মত সভাপতি নির্বাচিত হন।
উল্লেখ্য বাংলাদেশ দলিল লেখক সমিতি সভাপতি নূর আলম ভূঁইয়া নরসিংদী থেকে প্রকাশিত ‘নরসিংদীর খাসখবর’ পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন।