খাসখবর প্রতিবেদক
নরসিংদীর আলোকবালীতে বিষপান করে আত্মহত্যার পথ বেঁছে নিয়েছে কাশেম মিয়া(৫২) নামের এক দিনমজুর। জেলার সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আলোকবালী পশ্চিম পাড়া গ্রামে রবিবার সকালে এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত কাশেম মিয়া আলোকবালী পশ্চিমপাড়া গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে বলে জানা যায়।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকাল আটটার দিকে কাশেম মিয়ার ছেলে ও স্ত্রী ইট ভাঙ্গার কাজে বাড়ির বাহিরে চলে গেলে খালি বাড়ি পেয়ে পার্শ্ববর্তী দোকান থেকে ‘কিরার বড়ি’ নামক কীটনাশক এনে ঘরে বসে খেয়ে নেয় সে, তা খাওয়ার পর মাতলামি শুরু করে সে। তার মাতলামিতে পার্শ্ববর্তী বাড়ির লোকজন তা দেখতে ছুটে আসে। এসময় আশপাশের লোকজন কি খেয়ে তার কাছে সেটা জানতে চায়। জিজ্ঞাসার এক পর্যায়ে কাশেম মিয়া দোকান থেকে ‘কিরার বড়ি’ এনে খাওয়ার কথা স্বীকার করে।
এ তার অবস্থা বেগতিক দেখে পাড়া-প্রতিবেশীরা কাশেম মিয়াকে স্পিডবোট যুগে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া পর ঢাকা নিয়ে যাওয়া পরামর্শ দেয়। লকডাউন এর কারণে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় হতদরিদ্র দিনমজুরের পরিবারের পক্ষে এম্বুলেন্স কিংবা প্রাইভেট কার ভাড়া করে ঢাকা নিয়ে যাওয়ার সামর্থ্য না থাকায় অবস্থার কিছুটা পরিবর্তন হলে তাকে নিজ গ্রাম আলোকবালীতে নিয়ে আসা হয়। পরে রবিবার সকাল সাতটার দিকে কাশেম মিয়া বিষক্রিয়ার ফলে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন কাশেম মিয়ার মৃত্যূর খবর নরসিংদী মডেল থানায় অবহিত করলে এসআই আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
ময়নাতদন্ত শেষে বাদ আসর আলোকবালী কেন্দ্রীয় কবরস্থানে কাশেম মিয়ার লাশ দাফন সম্পন্ন করা হয়।।
ইউপি সদস্য আলাউদ্দিন বলেন, কাশেম মিয়া একজন সহজ সরল মানুষ ছিলেন তার মাথায় একটু সমস্যাও ছিল, কি কারণে এই সহজ-সরল লোকটা আত্মহত্যার পথ বেছে নিল তা কেউই সঠিক করে বলতে পারছেন না।
এ ব্যাপারে আলোকবালী ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সরকার দিপু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাশেম মিয়ার আত্মহত্যার বিষয়টি আমি অবহিত হলে, আমি স্থানীয় ইউপি সদস্যকে থানায় জানানোর জন্য এবং ময়না তদন্ত শেষ করে লাশ দাফন করার জন্য বলি। স্থানীয় ইউপি সদস্য সে অনুযায়ী ব্যবস্থা নেন।