মোখসেদুল হক
নরসিংদীতে ১০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ নরসিংদী। বুধবার ৪ অক্টোবর সন্ধ্যায় নরসিংদী শহরের ভেলানগর ঢাকা বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয় তাদের। বৃহস্পতিবার ৫ অক্টোবর দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন বি বাড়িয়া জেলার নবীনগর উপজেলার সামুকগ্রামের শিশির চক্রবর্তী (২৮), নরসিংদী সদর উপজেলার দক্ষিণ শীলমান্দি গ্রামের মোহাম্মদ সজীব মিয়া (২৭) এবং নরসিংদী সদর উপজেলার উপজেলার দক্ষিণ কান্দাপাড়া এলাকার নূরতাজ বেগম (৬০)।
প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গোপন সংবাদের উপর ভিত্তি করে সদর উপজেলার নরসিংদী শহরের ভেলানগরে জেলা পরিষদ অফিসের সামনে ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করে এবং তাদের নিকট থেকে জব্দ করা হয় ১০ কেজি গাঁজা । এ ঘটনায় বৃহস্পতিবার ৫ অক্টোবর সকালে নরসিংদী সদর মডেল থানায় মাদক আইন ২০১৮ এ মামলা হয়েছে।