আজ ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নরসিংদীতে সবজি উৎসব

ইতি বর্মণ

“সবজি চিনে সবজি খাই, সুস্থ সবল থাকতে চাই” এই শ্লোগান নিয়ে নরসিংদীতে নবধারা প্রি-স্কুল উদ‍্যোগে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের অংশগ্রহনে অনুষ্ঠিত হলো সবজি উৎসব। বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে নবধারা প্রি-স্কুলের ক্যাম্পাসে এই সবজি উৎসব অনুষ্ঠিত হয়।

নবধারা প্রি-স্কুলের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোস্তাফা মিয়া।

এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ খাদ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ফজরুল রহমান বাবুল, সামাজিক সংগঠনের হাসনাত বিন রাসেল, নরসিংদী আইডিয়ার হাই স্কুল প্রধান শিক্ষক সাংবাদিক মন্ঞ্জিল এ মিল্লাত, কলামিস্ট সরকার সগির আহমেদ ও নবধারা প্রি-স্কুলের পরিচালক কামরুন নেছাসহ প্রি-স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।

সবজি উৎসবে বক্তারা বলেন, বর্তমানে আমরা যান্ত্রিক জীবনে ঢুকে গেছি। এখন আমাদের ছেলে মেয়েরা অনেকেই জানেন না ধান গাছ কেমন? এমন চিন্তা থেকে প্রি-স্কুলের আয়োজনে সবজি উৎসবের এ আয়োজন। যাতে করে বর্তমান প্রজন্মের শিশুরা সবজি সম্পর্কে ধারনা নিতে পারে। সবজি পরিচিত ও গুনাগুন সম্পর্কিত আলোচনা করেন বক্তারা।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ