বিল্লাল হোসেন খান
নরসিংদীতে বদলী জনিত কারণে সাব-রেজিস্ট্রার এসএম মোস্তাফিজুর রহমান’র বিদায় উপলক্ষে বিদায়ী সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছেন। রবিবার (১০ সেপ্টেম্বর) নরসিংদী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে সমিতির কার্যালয় বিদায়ী সাব-রেজিস্ট্রারকে এ সংবর্ধণা প্রদান করা হয়।
বিদায় সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা রেজিস্ট্রার আবুল কালাম মো. মঞ্জরুল ইসলাম (পলাশ)।
নরসিংদী সদর দলিল লেখক সমিতির আহবায়ক মো. জহিরুল ইসলাম জহির’র সভাপতিত্বে সংবর্ধণা অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধণা গ্রহণ করেন সাব-রেজিস্ট্রার এসএম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবপুর উপজেলা কার্যালয়ের সাব-রেজিস্ট্রার মিজাহারুল ইসলাম, মনোহরদী’র সাব-রেজিস্ট্রার সিরাজুল ইসলাম ও বেলাব’র সাব-রেজিস্ট্রার নকীব আরমান।
সদ্য বিদায়ী সাব-রেজিস্ট্রার এসএম মোস্তাফিজুর রহমান’র অত্র কার্যালয়ে দায়িত্বরত অবস্থায় তার কর্মময় দিনগুলোর স্মৃতিচারণ করেন সমিতির উপদেষ্টা প্রবীণ দলিল লেখক আতাউর রহমান ভূঁইয়া, দলিল লেখক মুকসেদুল হক মানিক ও মোশারফ হোসেন আপেল।অনুষ্ঠানের সঞ্চালনায় করেন দলিন লেখক।
উল্লেখ্য, আইন মন্ত্রনালয়ে এক প্রজ্ঞাপনে সাব-রেজিস্ট্রার এসএম মোস্তাফিজুর রহমানকে নরসিংদী থেকে রাজধানীর ভাড্ডা সাব-রেজিস্ট্রি কার্যালয়ে পদায়িত করা হয়। সাব-রেজিস্ট্রার এসএম মোস্তাফিজুর রহমান ২০২২ সালের ১৩ জুলাই এক দূর্যোগময় সময়ে নরসিংদী সদর সাব-রেজিস্ট্রি কার্যালয়ে সাব-রেজিস্ট্রার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তার এই ১৪ মাসের কর্মময় জীবনে সদর দলিল লেখক সমিতির সকল সদস্যের মন জয় করে নিয়েছে। তার এই বিদায়ে অনেক দলিল লেখক আবেগ-আপ্লুত হয়ে পড়েন।