জুবায়ের আহমেদ
নরসিংদীতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পল্লী মঙ্গল কর্মসূচী (পি এম কে) সদর কার্যালয়। সমিতির সদস্য ও এলাকার হতদরিদ্র অসহায় শীতার্ত পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। বুধবার (৩১ জানুয়ারি) বেলা ১১ টায় নরসিংদী সদর উপজেলার চিনিশপুর কালিরহাটস্থ পল্লী মঙ্গল সদর কার্যালয়ে দুই শতাধিক শীতার্ত পরিবারের মাঝে শীতবন্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত পরিবারের সদস্যদের হাতে শীতবস্ত্র তুলে দেয় উপ-পরিচালক কাজী আব্দুর রহিম।
পল্লী মঙ্গল কর্মসূচীর নরসিংদী সদর কার্যালয়ের শাখা ব্যবস্থাপক মো. মনির হোসেন’র সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক, সঞ্জয় কুমার বর্দ্ধন ও চিনিশপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য মো. সায়েম ভূঁইয়া।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার সফিকুর রহমানসহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ।
পল্লী মঙ্গল কর্মসূচীর নরসিংদী সদর কার্যালয় সূত্রে জানা যায়, প্রতিবছর শীত মৌসুমে সমিতির সদস্য ও এলাকার হতদরিদ্র মানুষের পাশে এসে দাড়ানোর উদ্দেশ্য নিয়ে শীতার্ত মানুষের মাঝে শীতবন্ত্র বিতরণ করে আসছে পল্লী মঙ্গল কর্মসূচী। এরই ধারাবাহিকতায় এবছরও সমিতির সদস্যসহ এলাকার হতদরিদ্র ও অসহায় দুই শতাধিক পরিবারের সদস্যদের শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।