আজ ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

নরসিংদীতে শিবিরের ৩ কর্মী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা

নাশকতামূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে শিবিরের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।২৬অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাতে নরসিংদী জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মকবুল হোসেনের গাবতলী তিতাস রোডের বাসা থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কাশেম ভূইয়া।
গ্রেফতারকৃতরা হলেন রায়পুরার বাচ্চু মিয়ার ছেলে মো. বিল্লাল হোসাইম (২২), মনোহরদীর সানা উল্লার ছেলে শফিকুল ইসলাম (১৯) এবং একই উপজেলার আতাউর রহমানের ছেলে আরাফাত (১৯)। তারা সবাই নরসিংদী জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।
তিনি আরো জানান গ্রেফতার কৃত আসামিদের ৩ দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উক্ত আসামীরা উল্লেখিত মামলার ঘটনায় জড়িত থাকার স্বপক্ষে তদন্তকালে প্রাপ্ত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ