আজ ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নরসিংদীতে রানা আকবর হত্যার দুই দিন পর মামলা ও গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

নরসিংদীতে সাবেক আওয়ামীলীগ নেতা রানা আকবর মোল্ল হত্যার দুদিন পর থানয় ১৩ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) রাতে নরসিংদী সদর মডেল থানায় মামলাটি দায়ের করে নিহত রানার স্ত্রী লিজা আক্তার। মামলার এজাহারে ১৩ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে। এদিকে মামলাটি দায়েরের পর ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—সাকিব, সেতু, রিপন এবং হীরা। এদের মধ্যে হিরা ছাড়া বাকিরা মামলার এজাহারভুক্ত আসামি।

বৃহস্পতিবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর মডেল থানার পুলিশ পরিদর্শক এরশাদ উল্ল্যাহ। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন যে, আসামীগণ এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী। তারা কাউরিয়াপাড়া এলাকায় দীর্ঘদিন যাবৎ আধিপত্য বিস্তার, চাঁদাবাজী ও মাদক ব্যবসার মত অপরাধমূলক ঘটনা ঘটিয়ে আসছে। তার স্বামী মৃত রানা আকবর মোল্লা কাউরিয়া পাড়া এলাকায় বেআইনি কর্মকান্ডে আসামীদেরকে বাধা প্রদান করায় প্রতিপক্ষের সাথে দ্বন্দ্বের সূত্রপাত হয়। ইতিপূর্বে বিগত ২০১৯ সালের ২৩ জানুয়ারি মামলার এজাহার ভুক্ত আসামী খান আলামিন ও শাহ পরাণের নেতৃত্বে রানা আকবর মোল্লাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়ীতে হামলা করে। সে ঘটনায় তার স্বামী বাদী হয়ে নরসিংদী মডেল থানায় ঘটনার দিনই একটি মামলা দায়ের করেন।

মামলাটি দায়েরের পর থেকে আসামীরা আরো বেশী ক্ষিপ্ত হয়ে তার স্বামীকে বিভিন্ন ভাবে প্রাণে মেরে ফেলার হুমকি দিতে থাকে। এরই সূত্র ধরে গত ২৩ অক্টোবর রাত অনুমান পৌনে নয়টার দিকে কাউরিয়াপাড়া পৌর ঈদগাহ মাঠে বসে রানা আকবর মোল্লা এবং তার সংগী তুষার কথা বলার সময় আসামীগণ দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ সজ্জিত হয়ে পৌর ঈদগাহ মাঠে চারদিকে ঘিরে রানা আকবর মোল্লাকে কুপিয়ে ও গুলি করে নৃশংসভাবে হত্যা করে।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ