আজ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নরসিংদীতে যুবদল নেতা শানুর মুক্তির দাবীতে দলের পক্ষ থেকে পালন করা হয়নি কোন কর্মসূচি, পরিবারের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
হেফাজতে ইসলামকে উস্কানী দেয়ার অভিযোগে দ্রুত বিচারের আওতায় সন্ত্রাস দমন আইনে করা মামলায় কারাগারে ২মাস ধরে বন্দি রয়েছেন নরসিংদী জেলা যুবদলের সিনিয়র সহভাপতি শাহেন শাহ মোহাম্মদ শানু। গ্রেফতারের প্রায় ২ মাস সময় অতিবাহিত হলেও দলের পক্ষ থেকে তার মুক্তির দাবীতে কোন কর্মসূচি পালন করা হয়নি। বরং পরিবারের সহযোগিতায় বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে নরসিংদী প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনের আযোজন করা হলে এতে বিএনপির যুগ্মমহাসচিব, জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বাঁধা হয়ে দাঁড়ায় বলে অভিযোগ করেন শানুর পরিবারের সদস্যরা। এছাড়াও শাহেন শাহ শানু’র স্ত্রী সাহিদা শানুর নিজের ফেইজবুকে দেয়া স্ট্যাটাসে ও এমনই অভিযোগের আভাস পাওয়া যায়। তার দেয়া স্ট্যাটাসটি জেলা জুড়ে আলোচনার ঝড় তুলে। স্ট্যাটাসটি দেয়ার পর সাহিদা শানুর সাথে যোগাযোগ করলে তিনি জানান, গত মার্চ মাসের শেষের দিকে হেফাজতে ইসলামের আন্দোলনে ঢাকা ও বাহ্মনবাড়ীয়সহ সারাদেশ ছিল উত্তাল। মিটিং, মিছিল, রাজপথ অবরোধসহ ব্যাপক নাশকতা মূলক কর্মকান্ড চালায় হেফাজত কর্মীরা। এই নাশকতার মামলায় সারাদেশে হেফাজতের কর্মীসহ বিএনপির নেতা কর্মীদের গ্রেফতার করা হয়। নরসিংদী বিএনপি’র আন্দোলন সংগ্রামের ক্ষুরধার হিসেবে পরিচিত জেলা যুবদলের সিনিয়র সহভাপতি শাহেন শাহ মোহাম্মদ শানুও একই মামলায় গ্রেফতার হয়েছেন। গত ৪ ফেব্রুয়ারী পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।ইতোমধ্যে তার কারাবাসের মেয়াদকাল প্রায় ২ মাস হতে চলেছে। কিন্তু তার প্রিয় প্রাণের সংগঠন জেলা যুবদলসহ মূলদল বিএনপি ও সহযোগি সংগঠনগুলোর পক্ষ থেকে তার গ্রেফতারের প্রতিবাদ এবং মুক্তির দাবীতে এ পর্যন্ত কোন কর্মসূচি পালন করা হয়নি যা অত্যন্ত দুঃখজনক! তিনি বলেন, শানু’র পরিবারের পক্ষ থেকে সকল সহযোগি সংগঠনের উদ্যোগে থেকে গত শনিবার (২২ মে) নরসিংদী প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনের আযোজন করা হলে তাতে বাধা দেন বিএনপির যুগ্মমহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। তিনি সকল নেতাকর্মীদের ওই সম্মেলনে উপস্থিত না থাকার জন্য নির্দেশ দেন। যার ফলে সংবাদ সম্মেলনটি করা সম্ভব হয়নি। সকলের মতামতের ভিত্তিতে ৩/৪ বার সংবাদ সম্মেলনের তারিখ নির্ধারণ করা হলেও অবশেষে খাইরুল কবির খোকন’র অসহযোগিতার কারণে তা ব্যর্থই থেকে যায়। তিনি বলেন, ‘আমার স্বামী আজ জেলখানায় বন্দি অবস্থায় দিনযাপন করছে। স্বামীকে জেলে রেখে আমি এবং আমার সন্তানসহ পরিবারের লোকেরা ঈদের আনন্দ উপভোগ করতে পারিনি।ঈদের আনন্দই শুধু নয় সে জেলে যাবার পর এ কয়েক দিন আমাদের পুরো পরিবারের লোকদের বিষাদময় কেটেছে।শুধু আমরাই নই। এলাকার অনেক গরিব-দু:খিসহ শানুর অনেক সুভাকাঙ্খিই তার মুক্তি কামনা করে দোয়া করছে।’ এব্যাপারে নরসিংদী জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: মুকাররম হোসেন ভূইয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, রমজান মাসে যুবদলের পক্ষ থেকে শানুর মুক্তির দাবীতে আমরা একটি মিটিং করেছিলাম। এতোদিন পরিবেশ পরিস্থিতি অনুকূলে ছিলনা বিধায় অতটা মিছিল মিটিং করতে পারিনি। আমরা নিজেরাও দৌড়ের উপর ছিলাম। তবে বর্তমানে সবকিছু একটু স্বাভাবিক

     এ ক্যাটাগরীর আরো সংবাদ