কামরুজ্জামান
সারাদেশের ন্যা য় নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) মর্যাদায় মহান বিজয় দিবস উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে দিবসটি পালন করে।
সূর্যোদয়ের সাথে সাথে নরসিংদী কালেক্টরেট ঈদগাহ ময়দানে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এদিকে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, বেসরকারী ভবন, দোকানপাট ও বাড়ী-ঘরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল সাড়ে ৬টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। এর পরপরই জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার আব্দুল হান্নান, জেলা স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম, জেলা বিএনপির পক্ষে দলে নেতাকর্মীদের সাথে নিয়ে মনজুর এলাহী, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা অব্দুর রশিদ ও তোফাজ্জল হোসেন মাস্টার , নরসিংদী প্রেসক্লাবের পক্ষে ক্লাবের সভাপতি মো. নূরুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
সকাল সাড়ে ৮ টায় নরসিংদী মুছলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন। এসময় পুলিশ সুপার আব্দুল হান্নান, জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তাগণ, অন্যান্য সরকারী দপ্তরের প্রধানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কুচকাওয়াজ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সকাল ১০টা নরসিংদী শহরের পৌর পার্কে দুদিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। এ সময় নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নানসহ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মহান বিজয় দিবস উপলক্ষে দুই দিনব্যাপী মেলায় নরসিংদীতে উৎপাদিত বিভিন্ন দেশীয় তৈরি পন্যের প্রদর্শনী করা হয়। এছাড়াও সন্ধ্যায় মেলা প্রাঙ্গনে দেশের বিভিন্ন সঙ্গীত শিল্পীবৃন্দ বিজয়ের গান প্রদর্শন করবে।
বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রসাশনের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে জেলার ৬ টি উপজেলায় অনুরূপ কর্মসূচী পালন করা হয়।
এছাড়াও নরসিংদী জেলা বিএনপি, যুবদল এবং ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়