জুবায়ের আহমেদ
“শ্রদ্ধাবনত পুষ্পার্ঘ্যে এক মৃত্যুঞ্জয়ী প্রাণের স্মরণ” এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে বাংলদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ , জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল’র ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করা হয় দিবসটি।
বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল- সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়’র সামনে “জয় বাংলা চত্বর” পাশে নির্মিত শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিকাল ৩ টায় মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে অনুর্ধ ১৭ বালিকা প্রীতি ফুটবল ম্যাচ, বিকাল ৪ টায় একই স্থানে প্রীতি ফুটবল ম্যাচ, বিকাল ৫ টায় নরসিংদীস্থ বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে শেখ কামাল’র জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা।
সকাল ৯টায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান জেলা প্রশাসনের পক্ষে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে তিনি জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রশাসক হিসেবে বীর মুক্তিযোদ্ধাগণকে সাথে নিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পন করেন। পরে বিভিন্ন সরকারী দপ্তর, সামাজিক- সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠন সহ সর্বস্তরের লোকজন শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
বিকেলে শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে শহীদ শেখ কামাল’র জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবদুল্লাহ আল জাকী ‘র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মোতালিব পাঠান প্রমুখ।
নরসিংদী’র বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করে।
আলোচনা শেষে যুব উন্নয়নের পক্ষে বিভিন্ন সংগঠনের মধ্যে বৃক্ষের চারা বিতরণ করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট আবৃতি শিল্পী মোঃ আলতাফ হোসেন রানা।