খাসখবর প্রতিবেদক
নরসিংদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে চিনিশপুরস্থ জেলা বিএনপি’র কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলার বিভিন্ন উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় যোগ দিতে দুপুরের পর থেকে জেলা বিভিন্ন অঞ্চল থেকে নেতা কর্মীরা মিছিল সহকারে এসে সভাস্থলে যোগ দেন।
নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টারের পরিচালনায় আলোচনা সভা ব্ক্তব্য রাখেন,জেলা বিএনপির সহ সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আব্দুল বাছেদ ভূইয়া, জেলা যুগ্ম সম্পাদক আকবর হোসেন, শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুখ উদ্দিন ভুইঁয়া,জেলা বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বাচ্চু,শিবপুর থানা বিএনপির সভাপতি আবু সালেহ রিকাবদার,জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন তপু,সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, রায়পুরা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল রহমান খোকন, নরসিংদী শহর বিএনপির সিনিয়র সহ সভাপতি কবির আহমেদ, জেলা শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম রবি, জেলা মৎস্যজীবি দলের সভাপতি হাবিবুর রহমান মিলন, জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক মুকাররম ভুঁইয়া, যুগ্ম সম্পাদক দিদার হোসেন ভুঁইয়া, ছাত্র নেতা সিদ্দিকুর রহমান নাহিদ ও চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা জনগণের ভোটাধিকার হরনের প্রতিবাদ জানিয়ে বাক স্বাধীনতা ও গণতন্ত্র পূনরুদ্ধারের আন্দোলনে নেতাকর্মীদের অংশ গ্রহনের উদাত্ত আহবান জানান।