খাসখবর প্রতিবেদক
নরসিংদীতে বাল্যবিবাহ নিরোধ, জেন্ডার সমতা ও শিশু অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৩ ফেব্রুয়ারি) ঢাকা আহছানিয়া মিশনের আয়োজনে নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের নিয়ে এ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল জাকী।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সেলিনা আক্তার, জেলা সহকারী তথ্য কর্মকর্তা সাইফুল আলম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর শাহ্, ঢাকা আহসানিয়া মিশনের কো-অর্ডিনেটর তপন কুমার সরকার।
ওরিয়েন্টেশন সভায় গ্রুপ ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ ও গ্রুপে নেতৃত্ব দেন সিনিয়র সাংবাদিক নিবারণ রায়, বাদল কুমার সাহা, হলধর দাস, বেনজির আহমেদ বেনু, ক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ জয়নুল আবেদীন প্রমুখ।
বক্তারা বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, বাল্যবিবাহ নিরোধ বিধিমালা ২০১৮, জেন্ডার সমতা এবং শিশুর অধিকার বিষয়ে গঠনমূলক আলোচনা করেন।
বক্তারা তাদের অভিমত ব্যক্ত করে বলেন, দেশে বাল্যবিবাহ বন্ধে মানুষ এখন স্বোচ্চার ও সচেতন। আগের তুলনায় দেশে বাল্য বিবাহের হার অনেকাংশে হ্রাস পেয়েছে। কিন্তু উদ্বেগের বিষয় হলো- দেশে বাল্যবিবাহের হার কমলেও বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্সের সংখ্যা দিন দিন বাড়ছে। যা সমাজে একটি ব্যাধিস্বরূপ বা উদ্বেগের কারণ হয়ে দাড়িয়েছে।