আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নরসিংদীতে বঙ্গবন্ধু সৈনিক লীগের পক্ষ থেকে শহীদের শ্রদ্ধা নিবেদন

নরসিংদী প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে নরসিংদীতে মুক্তিযুদে শহীদ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীরা। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শহীদ স্মৃতি স্তম্ভে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

বঙ্গবন্ধু সৈনিক লীগ নরসিংদী জেলা শাখার সভাপতি মো. লিটন খন্দকারের নেতৃত্ব এসময় জেলা অন‍্যান‍্য নেতৃবৃন্দসহ দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. লিটন খন্দকার বলেন, মহান ১৬ ডিসেম্বর আমাদের বাঙালিদের কাছে অহংকার ও গৌরবের একটি দিন। এই দিনে লাখো শহীদের আত্মত্যাগে আমরা পাই এক অবিস্মরণীয় বিজয়। পৃথিবীর মানচিত্রে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ, পেয়েছি লাল সবুজের পতাকা। যাদের আত্মত্যাগে আজকের এই বিজয় বঙ্গবন্ধু সৈনিক লীগের পক্ষ থেকে আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

তিনি বলেন, নরসিংদী জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ সবসময় মুক্তিযুদ্ধের স্বপক্ষে কাজ করে যাবে। বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব হারুন অর রশিদ সিয়াইপির দিকনির্দেশনায় প্রধান মন্ত্রীর শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সব সময় কাজ করে যাবে।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ