আজ ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নরসিংদীতে বই উৎসব

বিল্লাল হোসেন

সারাদেশের ন্যায় নরসিংদীতেও পাঠ্যপুস্তক বিতরণের মধ্যদিয়ে বই উৎসবের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের মধ্যদিয়ে জেলার সকল প্রাক প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ে ১৩ লাখ ২১ হাজার ৮৯৫টি কপি নতুন বই বিতরণ করা হয়।  সোমবার (১ জানুয়ারী) সকাল ১১ টায় শহরের ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. বদিউল আলম।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মনজিল এ মিল্লাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মুশফিকুর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলাম।

বেলা ১২টার দিকে ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের মাধ্যমে মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক। উদ্বোধনের মাধ্যমে জেলার সকল মাধ্যমিক শিক্ষার্থীরা পেল ১৮ লাখ ৪ হাজার ৩৮১টি নতুন বই।

এদিকে নরসিংদী পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে বই বিতরণ উৎসবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম। অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, বছরের প্রথম দিনেই কোমলমতি শিক্ষার্থীদের মানসপটে এই রঙিন বই যে প্রত্যয়ের দাগ কাটবে তা তাদের ভবিষ্যতে চলার প্রেরণা জোগাবে।

এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক এবং অন্যান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

নরসিংদী জেলায় প্রাক প্রাথমিক ৪৭ হাজার ৬৮৭ জন শিক্ষার্থীদের জন্য নতুন বই দেয়া হয়েছে। এছাড়া প্রাথমিক পর্যায়ে নরসিংদী জেলায় সরকারি ৭৭৩ ও বেসরকারি ৭১৩ টি প্রতিষ্ঠানের জন্য মোট ২ লাখ ৬৯ হাজার ৮৭৯ জন শিক্ষার্থীর জন্য নতুন বই বিতরণ করা হয়। জেলায় চার ইংরেজি ভার্সন প্রতিষ্ঠানের জন্য ৪০৫০ কপি নতুন বই বিতরণ করা হয়।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ