আজ ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

নরসিংদীতে ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জুবায়ের আহমেদ

নরসিংদীতে ক্ষুদে ফুটবল খেলোয়াড়দের মধ্যে ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৬ বছরের খেলোয়াড়দের নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং প্রতিভাবান খেলোয়াড় নির্ধারণের লক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় জেলা ক্রীড়া অফিস এর উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। টুর্নামেন্টে বিভিন্ন বিদ্যালয়ের ক্ষুদে খেলোয়াড়রা অংশগ্রহণ করে। খেলায় হলুদ দল চ্যাম্পিয়ন এবং সবুজ দল রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে এবং ১ জন সেরা খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা সুলতানা নাসরীন। জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমুর সভাপতিত্বে অনুষ্ঠানে নরসিংদী জেলা প্রেস ক্লাবের সভাপতি আসাদুজ্জামান রিপনসহ খেলোয়াড়দের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন ।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ