আজ ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নরসিংদীতে নাশকতা মামলায় জামায়াতের ৫ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

নরসিংদীতে নাশকতার মামলায় জামায়াতের স্থানীয় ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত জেলা সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাদের।

বুধবার (৪ অক্টোবর) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‍্য জানান নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া।

গ্রেফতারকৃতরা হলো, শহর জামায়াতের আমির আজিজুর রহমান (৪৫), ইসলামী ছাত্রশিবিরের শহর শাখার সাবেক সভাপতি নাসির আহমেদ (৩০), শহর জামায়াত সদস্য আমজাদ হোসেন (৫২), জেলা জামায়াত সদস্য মোস্তফা মিয়া (৪৭) এবং শহর জামায়াত সদস্য হাবিব হাসান (৩৫)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের গত ২৯ সেপ্টেম্বর নাশকতার অভিযোগে জামায়াত ও ছাত্রশিবিরের বেশ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় একটি মামলার রুজু করা হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত জেলা সদরের গাবতলী, শালিধা, বাসাইল ও চিনিশপুর এলাকায় অভিযান চালিয়ে নরসিংদী শহর জামায়াতের আমিরসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ৫ জনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে জানান ওসি আবুল কাশেম ভূঁইয়া।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহীদুল ইসলাম সোহাগ ও নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশের ভূইয়া’র নেতৃত্বে অভিযান পরিচালিত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ