খাসখবর প্রতিবেদক
ভারত,নেপাল ও বাংলাদেশের চিত্র শিল্পীদের ছবি নিয়ে শুরু হয়েছে পাঁচদিন ব্যাপী আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী মেলা। বৃহস্পিতবার (১৮ জানুয়ারি) সন্ধায়
প্রাণতোষ আর্ট স্কুলের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পলাশ তলায় এ চিত্র প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়। তিন দেশের সকল বয়সী শিল্পীদের আকা ছবি নিয়ে আয়োজিত এই প্রদর্শনী মেলার শেষ হবে আগামী সোমবার।
নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চিত্র প্রদর্শনী মেলার উদ্বোধন করেন।
নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র ভাইস প্রেসিডেন্ট আনিসুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে চিত্র প্রদর্শনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদীর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা ও নরসিংদী প্রেসক্লাব’র সাবেক সভাপতি মাখন দাস প্রমূখ।
মেলায় ভারত, বাংলাদেশ এবং নেপালের অংশগ্রহনকারী চিত্র শিল্পীরা উপস্থিত ছিলেন। ত্রিদেশীয় চিত্র শিল্পীদের আঁকা ছবি নিয়ে প্রথম বারের মত এমন আন্তর্জাতিক আয়োজনে খুশি চিত্র শিল্পীরা। মেলায় শিশু শিল্পীরা অংশ গ্রহন করতে পারায় উৎফুল্ল তাদের অভিভাবকরাও। চিত্র শিল্পীদের আগ্রহ বাড়ানোতে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ আয়োজন করার জন্য দাবি জানান তারা।
নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম বলেন, দেশি-বিদেশী চিত্র শিল্পীদের সমন্বয়ে এমন মেলার আয়োজনে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে চিত্রকর্মে অধিক আগ্রহ বৃদ্ধির পাশাপাশি আনন্দ জোগাবে। অচিরেই জেলা প্রশাসনও আয়োজন করতে যাচ্ছে চিত্র প্রদর্শীর। এর মধ্য দিয়ে সমাজের অসঙ্গতিও দূর হবে বলেও প্রত্যাশা করেন তিনি।
পাঁচদিনের এই আয়োজনে বাংলাদেশের বিভিন্ন জেলার পাশাপাশি ভারতের ৩০জন নেপালের ৭জন শিশু শিল্পীসহ দেশী-বিদেশী শিল্পীর আকা প্রায় দুইশত ছবি প্রদর্শিত হচ্ছে।