আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেফতার

খাসখবর প্রতিবেদক

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে আন্ত:জেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ মার্চ) ভোর ৪টার দিকে শহরতলীর দাসপাড়া এলাকার নার্সারী মোড়ের ফাঁকা জায়গা থেকে ফজর আলী (৪৩) নামে একজনকে গ্রেফতার করে পরে তার দেখানো মতে অপর দুইজনকে গ্রেফতার করে নরসিংদী মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী।

গ্রেফতারকৃতরা হলো, নরসিংদী সদরের টাউয়াদী এলাকার ফজর আলী (৪৩), দাসপাড়া এলাকার রফিকুল ইসলাম (২৯) ও ঘোড়াদিয়া এলাকার রবিন মিয়া (২১)।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, ভোরে সদরের দাসপাড়া এলাকায় একদল ডাকাত দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়ার নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় দাসপাড়ার নার্সারী মোড়ের ফাঁকা জায়গা হতে ফজর আলীকে আটক করে এবং তার অপর ৫/৬ সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এসময় তার কাছ থেকে ২টি স্টিলের চাপাতি, ১টি চাইনিজ কুড়াল এবং ১টি রামদা উদ্ধার করা হয়। পরে দেখানো মতে রফিকুল ইসলাম ও রবিন মিয়া নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়েছে। তাদের পলাতক সহযোগীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃতরা চিহ্নিত ডাকাত এবং তাদের বিরুদ্ধে এর আগেও জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে দাবী পুলিশের।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ