আজ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব‍্যক্তির মৃত‍্য

খাসখবর প্রতিবেদক

নরসিংদীতে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা ব‍্যক্তির মৃত‍্যূ হয়েছে। নিহত ব‍্যক্তির আনুমানিক ৫০ বছর বয়সী। রবিবার সাড়ে দুপুর ১২টার দিকে সদর উপজেলার হাজীপুরের বাদুয়ারচর রেলগেইট সংলগ্ন স্থান থেকে তার লাশ উদ্ধার করেছে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস‍্যরা।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে বাদুয়ারচর রেলগেইটের অদূরে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেট গামী আন্ত:নগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ৭টার দিকে বাদুয়ারচর রেলগেইট এলাকা অতিক্রম করার সময় রেললাইন দিয়ে হাটতে থাকা ওই ব‍্যক্তি চলন্ত ট্রেনের নিচে কাটা পড়েন। এতে তাঁর বাম পা ও ডান হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথা থেঁতলে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস‍্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে।

নরসিংদী রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নিহতের লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়। সুরতহাল শেষে লাশটির পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর জানানো হয়। পরে নরসিংদী সদর হাসপাতাল
মর্গে পাঠানো হয়েছে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক ইমায়েদুল জাহিদী ঘটনার সত‍্যতানিশ্চিত করে জানান, ট্রেনে কাটা পড়া ব‍্যক্তি এর আগে রেললাইন দিয়ে হাঁটছিলেন বলে আমরা জানতে পেরেছি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা করছি।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ