আজ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ৩ যুবকের মৃত‍্যূ

খাসখবর প্রতিবেদক

নরসিংদীতে পৃথক দুটি স্থানে ট্রেনের নিচে কাটা পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেললাইনে নরসিংদী পৌর এলাকার তরোয়া নামক স্থানে সর্বশেষ কাটা পড়ে ২ জনের মৃত‍্যূ হয়েছে। এর আগে সকালে পলাশ উপজেলার জিনারদীতে ট্রেনে কাটা পড়ে অপর একজনে মৃত‍্যূ হয়।

নিহতরা হলেন- নরসিংদী সদর উপজেলার খিলগাঁও গ্রামের আইয়ুব আলী মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৭), ফেনীর দাগনভূঞার মোহাম্মদপুর এলাকার আসাদুজ্জামান নান্নুর ছেলে কাজী নজরুল ইসলাম বাবর (২১), একই এলাকার হানিফ খানের ছেলে মোর্শেদ খান (১৭)। নিহত বাবর ও মোর্শেদ এ দুইজন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। তারা নরসিংদী শহরের একটি লুঙ্গির কারখানায় কাজ করতেন।

প্রত‍্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় দুই যুবক কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে শহরের তরোয়া-বিলাসদী এলাকার রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় তারা সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এর আগে সকাল ৯টার দিকে পলাশ উপজেলা জিনারদী এলাকায় রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান সোহাগ মিয়া নামে আরও ১ যুবক।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ইমায়েদুল জাহেদী ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ পৃথক স্থান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতদের স্বজনরা ইতোমধ্যে তাদের পরিচয় শনাক্ত করেছে।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ