খাসখবর প্রতিবেদক
করোনা ভাইরাস সংকট মোকাবেলায় সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় জেলার ছিন্নমূল, অতি দরিদ্র, করোনা ভাইরাসে আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আর্থিক সহায়তার জন্য নরসিংদী জেলা প্রশাসকের কাছে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেছে নরসিংদী সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় কক্ষে এই চেক হস্তান্তর করা হয়।
ব্যাংকের এমডি ও সিইও আতাউর রহমান প্রধান ও জিএম আব্দুল কুদ্দুছের পক্ষে ডিজিএম মো. শাহজাহান নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মো. মারুফ খানের নিকট এই চেক হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ব্যাংকের এডিএম বিশ্বজিৎ আচার্য, এজিএম আজিজুল হক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার ফোটন সূত্রধর।