আজ ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নরসিংদীতে জেলা পুলিশের আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক

:
নরসিংদীতে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। বুধবার ২৭ সেপ্টেম্বর বিকেলে নরসিংদী মডেল থানার আয়োজিত থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় জেলার শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্হানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশগ্রহণ করেন।

পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।এ সময় সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণিপেশার মানুষের কাছ থেকে আইনশৃঙ্খলা বিষয়ক অভাব অভিযোগ , নানাহ তথ্য ও বিভিন্ন মতামত মনযোগ সহকারে শুনেন । পুলিশ সুপার এসবের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য, জেলা কে অপরাধ মুক্ত রাখার আশা ব্যাক্ত করেন। এ সময় তালিকাভুক্ত সন্ত্রাসীদের মত কিশোর গ্যাংদের ও আইনের আওতায় আনা হচ্ছে বলে বিষয়টি প্রকাশ করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন জেলাকে অপরাধ মুক্ত রাখতে পুলিশ বাহিনী সর্বদা তৎপর। সকলের জন্য পুলিশ বাহিনীর দরজা সবসময় খোলা।

তিনি আরো বলেন স্কুল কলেজ চালু অবস্হায় কিশোর,যুবক রাস্তায় আড্ডা জমাট বাঁধা হয়ে পরিবেশ সমাজ নষ্ট করা যাবে না। সকলের জন্য ইমারজেন্সি সেল উম্মুক্ত করা হবে এতে দিবারাত্রি ২৪ ঘন্টা একজন পুলিশ অফিসার কর্মরত থাকবে। মানুষের সেবা প্রদান করতে পুলিশ বাহিনী সর্বদা তৎপর,যেখান অপরাধ আইন শৃঙ্খলা অবনতি সেখানে দ্বায়িত্ব পালন করতে প্রস্তুত আমাদের পুলিশ বাহিনী।

এ সময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত বক্তব্য রাখেন আইনশৃঙ্খলা রক্ষাকারী রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল ইসলাম সোহাগ, জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব, পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু,জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মোতালিব পাঠান, জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম।
জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী।জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা।

নরসিংদী জেলা প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান রিপন, চৌয়ালা টেক্সটাইল শিল্পমালিক সমিতির সভাপতি মমিনুর রহমান আপেল প্রমুখ। সভায় বক্তারা বিভিন্ন অপরাধের কাহিনী তুলে ধরে মাদক, চাঁদাবাজি টেন্ডারবাজি,সন্ত্রাসি, কিশোর গ্যাং, নদী বেষ্টিত এলাকার টেটার মর্মান্তিক ঘটনা সহ বিভিন্ন অপরাধের কথা তুলে ধরেন।
প্রধান অতিথি বক্তাদের বিভিন্ন মতামত মনযোগ দিয়ে শুনে এর সুষ্ঠ সুন্দর সমাধানে নেশা ও অপরাধমুক্ত মায়াবী সমাজ গড়তে পুলিশ বাহিনীর সাথে সকলের সহযোগিতা কামনা করেন।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ