আজ ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

নরসিংদীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল

খাসখবর প্রতিবেদক

নরসিংদীতে জামাতে ইসলামি বাংলাদেশের কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি ও দলের নিবন্ধন ফিরিয়ে দেয়ার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে এ বিক্ষোভ সমাবেশ করে দলের নেতাকর্মী ও সমর্থকরা। মঙ্গলবার বিকেলে শহরের শিক্ষা চত্বর এলাকায়   জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা সমাবেত হতে থাকে। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোসলেহ উদ্দিন। জামায়াতে ইসলামী নরসিংদী শহর শাখার আমীর মাহফুর রহমানের সভাপতিত্বে  বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখে সেক্রেটারি জেনারেল অধ্যাপক আমজাদ হোসেন, সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মকবুল হোসেন প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট  আওয়ামী সরকারের পতনের পর ৬ মাস অতিবাহিত হয়েছে। অন্তর্বতীকালীন সরকারের কাছে শুরু থেকেই জামায়াতে ইসলামী নেতাকর্মীরা ন্যায় বিচার প্রত্যাশা করে এসেছি। কিন্তু সরকার আমাদের সেই প্রত্যাশার  কোন মূল্য দেয়নি। গত ৬ মাসেও জামায়াতে ইসলামী নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয়নি। অন্তর্বতী সরকারও ফ্যাসিস্ট সরকারের পথ ধরে হাটছে। এসময় বক্তারা অবিলম্বে জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবী করে সরকারকে হুশিয়ারি দিয়ে বলেন, জামায়াত নেতা  এটিএম আজহারুল ইসলামের মুক্তির বিষয়ে কোন সময় বেধে দিবনা। জামায়াতে ইসলামী এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় না থাকরেও। ক্ষমতার থেকে সরকারকে কিভাবে নামাতে হয় সেটা দলের নেতা কর্মীরা খুব ভালো জানেন। এসময় বক্তারা দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি জানান। বক্তারা আরও বলেন, জামায়াত ইসলামীর আন্দোলনের ফসল এই সরকার। জামায়াত ইসলামীর নেতাকর্মীদের ধৈর্যের পরীক্ষা নিবেন না।  আমাদের ধৈর্যের বাঁধ ভাঙ্গলে আমরা কিন্তু বসে থাকবো।  আমাদের দাবী আদায় না হলে আগামী দিনে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনের কর্মসূচি দিয়ে মাঠে নামবো। জামায়াতে ইসলামের নেতাদের মুক্তি না দেওয়া পর্যন্ত ও দলের নিবন্ধন আদালতের দরজায় রেখে কোন নির্বাচন করতে দেওয়া হবেনা বলে হুশিয়ারি দেন বক্তারা।
সমাবেশ শেষে  এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।বিক্ষোভ মিছিলটি  শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিক্ষা চত্বরে ও পরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ