কাজী রুনা লায়লা
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২৫ মার্চ) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
নরসিংদী স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মৌসুমী সরকার রাখী’র সভাপতিত্বে আলোচনা সভায় ২৫ মার্চের গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মাসুম, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী, নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ.এন.এম মিজানুর রহমান প্রমুখ।