খাসখবর প্রতিবেদক
নরসিংদীর স্বাস্থ্যবিধি মেনে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া করেছেন জেলা বিএনপি। সোমবার (১৬ আগস্ট) নরসিংদী জেলা বিএনপির উদ্যেগে শহরের চিনিশপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ে এই দোয়া অনুষ্ঠিত হয়।
বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাষ্টারের সঞ্চলনায় দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আকবর হোসেন, শহর বিএনপি’র সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দীন ভূইয়া, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক, আমিনুল হক বাচ্চু, শহর বিএনপি’র সহসভাপতি কবির আহমেদ, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা মৎসজীবি দলের সভাপতি হাবীবুর রহমান মিলন, যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম ভূইয়া, যুগ্ম সম্পাদক দিদার হোসেন ভূইয়া, যুবদল নেতা মাহমুদ হাসান চৌধুরী সুমন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহারিয়া শামস কেনেডি, হাজিপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।
অনুষ্ঠানে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আরোগ্য, দীর্ঘায়ু ও মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি নুরুল ইসলাম।