জাহাঙ্গীর আলম
বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসা নিশ্চিত ও আশু রোগমুক্তি কামনায় নরসিংদীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা তাঁতী দলের উদ্যোগে সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে নরসিংদী বাজার বণিক সমিতির কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
নরসিংদীর জেলা তাঁতী দলের সভাপতি হুমায়ুন কবির কামালের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি ও জেলা বিএনপি নেতা বাবুল সরকার।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে জেলা পর্যায়ে দলের সাংগঠনিক ভীত মজবুত করতে ও বিভিন্ন কর্মকান্ডে গতি ফিরিয়ে আনতে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক গোলাপ মঞ্জু।
নরসিংদী জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিন প্রধানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন রোকন, নরসিংদী জেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক আলমগীর হাবিব, আব্দুল মোমেন খান স্মৃতি সংসদের সদস্য সচিব সারোয়ার মৃধা, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহেন শাহ মোহাম্মদ শানু।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাঁতীদলে নির্বাহী সদস্য আজিজুর রহমান আজিজ, ঢাকা মহনগর দক্ষিন তাঁতীদলের নির্বাহী সদস্য আমির হোসেন, জেলা বিএনপি নেতা আসলাম হোসেন, কবির মোঃ বাদল ও জেলা তাঁতী দলের যুগ্ন সম্পাদক সজিব আহমেদ প্রমুখ।
পরে দলীয় চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা বিএনপি নেতা সোহেল মোল্লা।