আজ ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বেগম জিয়াকে চিকিৎসার স্বার্থে বিদেশ প্রেরণ ও মুক্তির দাবিতে নরসিংদীতে বিএনপির গণ-অনশন

মো: শাহাদাৎ হোসেন রাজু

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে সুচিকিৎসা করানোর স্বার্থে বিদেশে যাওয়ার অনুমতি এবং তার নি:শর্ত মুক্তির দাবিতে গণ-অনশন কর্মসূচি পালন করেছে নরসিংদী জেলা বিএনপি। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২০ নভেম্বর) সকাল ৯ টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই গণ-অনশন কর্মসূচি শুরু হয়। পরে পানি পানের মধ্য দিয়ে বিকাল ৪টায় তা শেষ হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন’র সভাপতিত্বে গণ-অনশন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি রোকেয়া আহমেদ লাকি, সাংগঠনিক সম্পাদক দীন মোহাম্মদ দীপু, যুগ্ম সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু, রায়পুরা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, শিবপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেহ রিকাবদার, জেলা শ্রমিকদলের সভাপতি রবিউল ইসলাম রবি, নরসিংদী শহর বিএনপি’র সহ-সভাপতি কবির আহমেদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: মুকাররম ভূঁইয়া. যুগ্ম সম্পাদক দিদার হোসেন ভূঁইয়া রায়পুরা উপজেলা বিএনপি নেতা রুহেল ভূইয়া, জেলা মৎস্যজীবী দলের সভাপতি হাবিবুর রহমান মিলন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সজল, শহর যুবদলের আহবায়ক মাহমুদ হাসান চৌধুরী সুমন, মাধবদী শহর যুবদলে আহবায়ক শাহান উল্যা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসির, সাধারণ সম্পাদক শাহরিয়া শামস কেনেডি, জেলা প্রচার দলের সাধারণ সম্পাদক স্বপ্না আহমেদ, ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান নাহিদ, সজিব ভূঁইয়া প্রমূখ।

খায়রুল কবির খোকন তার বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া এদেশের মানুষের রায় নিয়ে তিন তিনবারের প্রধান দায়িত্ব পালন করেছেন। তিনি আজ সুচিকিৎসার অভাবে দিন মৃত্যূর দিকে ধাপিত হচ্ছে। এ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে দেশে বাইরে পাঠানো জরুরি হয়ে দাঁড়িয়েছে কিন্তু সরকার তাকে বাইরে যাওয়ার অনুমতি দিচ্ছেনা। দেশে একজন প্রথম সারির নাগরিকের সাথে সরকারের এই আচরণ সত্যিই অমানবিক। দেশের সাধারণ মানুষ সরকারে এ আচরণে আজ হতাশ। তাই আমরা আবারও সরকারের কাছে বেগম জিয়াকে দেশের বাইরে যাওয়ার অনুমতি ও মুক্তি দেওয়ার দাবী জানাচ্ছি। অন্যথায় বিএনপি কঠোর থেকে কঠোরতম আন্দোলনে যেতে পিছ পা হবেনা।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ