আজ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নরসিংদীতে কাঠালিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটির একাংশের পদত্যাগ

মকবুল হোসেন

নরসিংদীর মাধবদীতে কাঠালিয়া ইউনিয়ন যুবদলের সদ্য ঘোষিত ৩৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির ১৬ জন সদস্য পদত্যাগ করেছেন।
শনিবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার মাধবদীর কাঠালিয়া ইউনিয়নের খড়িয়া বাজারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা তাদের পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কাঠালিয়া ইউনিয়ন যুবদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির ১ নং যূগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, অনলাইনে প্রকাশিত এক চিঠিতে গত ০৬/০৯/২৩ ইং তারিখে মোঃ শাহান উল্লা শাহান ও শহিদুজ্জামান অপুর স্বাক্ষরে ৩৩ সদস্য বিশিষ্ট কাঠালিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটি দেওয়া হয়েছে বলে জানতে পারি। আমাদের কারো সাথে কোন প্রকার আলোচনা ও যোগাযোগ না করেই উক্ত কমিটির বিভিন্ন পদে আমাদের নাম অন্তর্ভূক্ত করে।
মাধবদী থানা যুবদলের আহবায়ক ও সদস্য সচিব দাবিদার শাহানউল্লাহ ও শহীদুজ্জামান অপু সমর্থিত যে কমিটি ইতোপূর্বে ঘোষণা করা হয়েছে তা নরসিংদী জেলা যুবদল কর্তৃক অনুমদিত কমিটি নয় বিধায় তাদের দেওয়া কাঠালিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটি আমরা প্রত্যাখ্যান করলাম।
সেইসাথে আমরা নিম্ন স্বাক্ষরকারী ১৬ জন সদস্য কাঠালিয়া ইউনিয়ন যুবদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি থেকে স্বেচ্ছায় – সজ্ঞানে পদত্যাগ করলাম।
সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি থেকে স্বেচ্ছায় যারা পদত্যাগ করেছেন তারা হলেন,মোঃ খোকন আহমেদ জয়, মোঃ নাছির উদ্দিন মোক্তার, মোঃ এইচ এম আলামিন, মোঃ জাহাঙ্গীর, মোঃ আল আমিন মিয়া, আয়নল হক, মোঃ রবিন মিয়া, মোঃ বাবুল মিয়া, মোঃ আরজুমান, মোঃ শামিম, মোঃ মেহেদী হাসান, মোঃ মোতালিব মিয়া, মেহেদী হাসান রবিন, শুভ্র প্রমুখ

     এ ক্যাটাগরীর আরো সংবাদ