আজ ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নরসিংদীতে এসএসসি-৯৬ ব্যাচ;র মতবিনিময় সভা

ফাহিমা খানম

নরসিংদীতে জেলা ভিত্তিক এসএসসি-৯৬ ব্যাচ;র  এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে নরসিংদী সরকারি কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

 সভায় ব্যাচ-৯৬’র  ফেই সবুক গ্রুপটিকে জনপ্রিয়  করে তুলতে বিভিন্ন দিক নির্দেশনা ও গঠনমূলক বক্তব্যের পাশাপাশি গ্রুপের উন্নয়নের বিযয়ে আগামী দিনের করনীয় বিষয়ের প্রতি আলোকপাত করা হয় ।

এ সভায় উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক ও গঠনমূলক  বক্তব্য রাখেন ফেসবুক গ্রুপের ক্রিয়েটর এডমিন মোঃ মনজুরুল হক-মনজু, তিনি এ গ্রুপের উন্নয়নে সর্বদা নিরলস ভূমিকা রেখে আসছেন।

এছাড়ও বক্তব্য রাখেন গ্রুপের মডারেটর -মুন্না, রহিছ, কাজী ফারাহ,   শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বন্ধু জসিম উদ্দিন, নরসিংদী সরকারী কলেজের শিক্ষক বন্ধু মেহেদী হাসান ও আরিফ এবং নরসিংদী সদরের বন্ধু হারিছ, সাথী, ইসলাম, আরিফ, ঘোড়াশালের বন্ধু এড. আওলাদ, রুবি, এবং রায়পুরার মনির, বেলাবো হতে শাহরিয়া কবির।

এ সম য় গ্রুপের বন্ধু  বিভিন্ন পেশায় নিয়োজিত  যেমন,ডাক্তার, ইন্জিনিয়ার, পুলিশ, সেনাবাহিনী, বিমান বাহিনী বন্ধূুগন উপস্থিত ছিলেন।

 সভায় আগামী ১৪ জানুয়ারি ২০২২ ইং তারিথে  নরসিংদির পাঁচদোনার ড্রিমহলিডে পার্কে পরর্বতী  মিলন মেলার তারিখ  এবং স্থান এ নির্ধারন করা হয় ।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ