খাসখবর প্রতিবেদক
নরসিংদীতে একটি একনালা বন্দুক ও দুই রাউন্ড গুলিসহ
মো. শাকিল মিয়া (২৫) নামে ১৩ মামলার এক আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কাউরিয়াপাড়া মোল্লা মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাসার।
গ্রেফতারকৃত শাকিল মিয়া নরসিংদী পৌর শহরের সাটিরপাড়ার বকুলতলা মহল্লার মৃত আবুল হোসেনের ছেলে। সে এলাকায় একজন বখাটে ও সন্ত্রাসী হিসেবে পরিচিত।
জেলা গোয়েন্দা শাখা জানায়, প্রতিদিন রাতের মত বুধবার রাতেও শহরের বিভিন্ন সড়কে টহল দিচ্ছিল ডিবির একাধিক দল। রাত সাড়ে ৩টার দিকে ডিবির উপপরিদর্শক নঈমুল মোস্তাকের নেতৃত্বে একটি দল কাউরিয়াপাড়ার মোল্লা মার্কেটের সামনে টহলের সময় ওই যুবককে সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ হাতে ঘোরাফেরা করতে দেখে। তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে তল্লাশি করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে একটি একনালা বন্দুক ও দুই রাউন্ড কফি রংয়ের কার্তুজ উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।
উপপরিদর্শক নঈমুল মোস্তাক জানান, ডিবি কার্যালয়ে আনার পর তার সিডিএমএস পর্যালোচনা করে দেখা যায়, এর আগে মো. শাকিল মিয়ার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় হত্যাচেষ্টা, অস্ত্র ও মাদকসহ মোট ১৩টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত অবৈধ এই অস্ত্র ও গুলির উৎস সম্পর্কে জানা যায়নি। এই বিষয়ে তদন্ত করছে পুলিশ।
জেলা গোয়েন্দা শাখার ওসি মো. আবুল বাসার জানান, একনালা বন্দুক ও গুলিসহ আটকের ঘটনায় মো. শাকিল মিয়ার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে নরসিংদী আদালতে পাঠানো হয়েছে।