মো নজরুল ইসলাম
নরসিংদীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) নরসিংদী শিশু একাডেমি অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।।
নরসিংদী জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্ট তানজিনা বিনতে এরশাদ’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক ফাতেমা সুলতানা। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র গাজীপুর জেলা কমান্ড্যান্ট মো. আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা কমান্ড্যান্ট মোস্তফা আহমদ, নরসিংদী জেলা সহকারী জেলা কমান্ড্যান্ট মো. সাজ্জাত হোসেন সেলিম, সার্কেল এ্যাডজুট্যান্ট মো. আমির হামজা ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক রায়পুরা শাখার ম্যানেজার প্রদীপ চন্দ্র দাস।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পলাশ উপজেলা প্রশিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন’র সঞ্চালনায় সমাবেশে বিভিন্ন কাজের পুরস্কার স্বরূপ বাইসাইকেল ১৪টি, সেলাই মেশিন ৪টি, ব্লেন্ডার মেশিন ৬টি, প্রেসার কুকার ৬টি, ছাতা ১৫টি বিতরণ করা হয়।
সমাবেশে নরসিংদী জেলার বিভিন্ন উপজেলার আনসার ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।