আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নরসিংদীতে আজকের চেতনার প্রতিষ্ঠাতা সম্পাদকের মৃত্যু বার্ষিকী পালিত

খাসখবর প্রতিবেদক

নরসিংদী থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মোঃ ফজলুল হক ভূইয়া (হক স্যারের) ১৮ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ‍্যায় নরসিংদী সভাকক্ষে নরসিংদী সম্পাদক পরিষদ কর্তৃক এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নরসিংদী সম্পাদক পরিষদের সভাপতি মোঃ জয়নুল আবেদীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল পারভেজ মন্টি।

নরসিংদী সম্পাদক পরিষদের দপ্তর সম্পাদক মোঃ তৌকির আহমেদ এর পরিচালনায় বক্তব্য রাখেন আজকের চেতনার সম্পাদক এ বি এম আজরাফ টিপু, নরসিংদী সম্পাদক পরিষদের সিনিয়র সহ-সহসভাপতি মোঃ ফারুক মিয়া, সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন, রায়পুরা প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদক পরিষদের কোষাধ্যক্ষ মোঃ মোস্তফা খান, সিনিয়র সাংবাদিক ও শিক্ষক নেতা হলধর দাস প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক হাফেজ খন্দকার আমীর হোসেন।

দোয়া পরিচলনা করেন সাংবাদিক কাজী আবদুল হামিদ।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ