আজ ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নরসিংদীতে অরবিট ইন্সটিটিউটের শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায়ী অনুষ্ঠান

খাসখবর প্রতিবেদক

নরসিংদীতে অরবিট ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর )সকালে নরসিংদী শিশু একাডেমির মিলানায়তনে ইন্সটিটিউটের ১৩ ও ১৪ তম ব্যাচের নবীন বরণ ও ১০ম ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অরবিট ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি এর অধ্যক্ষ প্রকৌশলী মো. এনামুল হুসাইন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার নীহার রঞ্জন দাস।

নবীন বরণ ও বিদায়ী অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল ও ইলেকট্রনিক বিভাগের সহযোগী অধ্যাপক ও অরবিট ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির পরিচালক প্রকৌশলী মো. দেলওয়ার হোসেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের অধ্যক্ষ মো. মাহবুবুল হক, নরসিংদীর সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট (ট্রেজারী শাখা) আমিনুল ইসলাম বুলবুল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট (জে. এম. শাখা), মো. সাজ্জাদ পারভেজ, , অরবিট ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির পরিচালক প্রকৌশলী মো. সুজন খন্দকার, অহিদ সরকার. মো. মাছুম বিল্লাহ ও মডার্ন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. সুমন রানা সহ প্রমুখ।

ইনস্টিটিউটের নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে মানপত্র পাঠ করেন সুমাইয়া আক্তার এবং বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করে তাদের উদ্দেশ্য মানপত্র পাঠ করেন তাপসী দে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। বর্তমানে শিক্ষার্থীরা লেখাপড়া শেষে কোনরকম দক্ষতা না থাকায় বেকার থাকতে হচ্ছে। কিন্তু কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষার্থীরা লেখা পড়া শেষ করা সাথে সাথে কাজে যোগদান করতে পারছে। বিশ্বের সাথে তালমিলিয়ে আমাদের চলতে হবে। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তিতে আপডেট থাকতে হবে। আমাদের শিক্ষার্থীদের প্রযুক্তিতে পারদর্শী হতে হবে।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ