বিল্লাল হোসেন খান
জাতীয় পরিবেশবাদী সংগঠন “নদী ঘোরাও নদীর পথে ফাউন্ডেশন” নরসিংদী জেলা শাখার পক্ষ থেকে নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয়েছে।
৫ ফেব্রুয়ারি, বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সংগঠনের নরসিংদী জেলা শাখার সভাপতি মো: নেওয়াজ আলী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ সাক্ষাৎ এ অংশ নেন।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী “নতুন কমিটিকে শুভেচ্ছা জানান এবং পরিবেশ রক্ষায় সবাইকে প্রশাসনকে সহযোগীতার আহবান জানান।” জেলা প্রশাসক আরও বলেন-“আমরা সবাই সচেতন না হলে পরিবেশকে রক্ষা করা কঠিন। জনগনের মধ্যে আইন মানার সংস্কৃতি তৈরি হতে হবে। পরিবেশকে ভালো রাখতে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। পলিথিনের বিকল্প ব্যবহার বাড়াতে হবে, ময়লা আবর্জনা যত্রতত্র ফেলা যাবে না, নদী দূষণ করা যাবে না। এইসব বিষয়গুলো শুধু মুখে না বলে কাজেও প্রমাণ করতে হবে।”
নদী ঘোরাও নদীর পথে ফাউন্ডেশন এর প্রতিনিধি দল পরিবেশ রক্ষায় জেলা প্রশাসনের আইনগত সহযোগীতার অনুরোধ করেন এবং পরিবেশ রক্ষায় প্রশাসনকে সব ধরনের কাজে পাশে থাকার প্রত্যয়ব্যক্ত করেন।
এ সময় নদী ঘোরাও নদীর পথে ফাউন্ডেশন নরসিংদী জেলা শাখার সমন্বয়কারী মো.মাহবুব আলম, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম সেলিম, পরিকল্পনা ও গবেষণা বিষয়ক সম্পাদক সোয়াইব হোসেন সৈকত, শিক্ষা বিষয়ক সম্পাদক আবতাহি আশফাক ভূঁইয়া নাহিন, ছাত্র বিষয়ক সম্পাদক তারেক ভূঁইয়া উপস্থিত ছিলেন।