আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙচুরের প্রতিবাদে নরসিংদীতে হিন্দু মহাজোটের মানববন্ধন

সাজহারুল ইসলাম রাসেল

কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের পূজামণ্ডপ, মন্দির, ঘরবাড়িতে হামলা ও লুটপাট এবং হত্যার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) বিকেলে শহরের সদর রোডস্থ শ্রী ভাগবত আশ্রমে সামনে এই কর্মসূচি পালন করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নরসিংদী জেলা শাখা। ।

মানববন্ধনকে সমর্থন জানিয়ে এতে অংশগ্রহণ করেন নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নরসিংদী জেলা শাখার সভাপতি অজয় ভৌমিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অপু সাহার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখে জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের যুব বিষয়ক সম্পাদক কিশোর কুমার বর্মন, নরসিংদী জেলায় হিন্দু মহাজোটের আহবায়ক পরিতোষ দেবনাথ, জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অনিল ঘোষ, সদস্য সচিব অধ্যাপক সুব্রত কুমার দাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য শিক্ষক নেতা রঞ্জিত কুমার সাহা. হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি রঞ্জন সাহা, নরসিংদী শহর আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল সাহা, শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম মোদক, সাধারণ সম্পাদক বিনয় সাহা, শহর যুব মহাজোট এর সভাপতি ঝন্টু সাহা ও সাধারণ সম্পাদক নিলয় সাহা, শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সুপরিকল্পিতভাবে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার জন্যে গুজব রটিয়ে দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের পূজা অর্চণায় বিঘ্ন ঘটাতে পূজামণ্ডপ, মন্দির, ঘরবাড়িতে হামলা লুটপাটের ঘটনা ঘটায়। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের খুঁজে বের করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এবং ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তির ষড়যন্ত্র ও অপতৎপরতা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হওয়ার অনুরোধ করে।

এর আগে জেলা শহরের বিভিন্ন এলাকা ও উপজেলাগুলো থেকে হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ মিছিল সহকারে এসে মানববন্ধনে যোগ দেয়।
মানববন্ধন শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল ভাগবত আশ্রমের সামনে থেকে শুরু হয়ে নরসিংদী পৌরসভা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায় আশ্রমে এসে শেষ হয়।

এসময়ে ভাগবত আশ্রমে প্রদীপ প্রজ্জ্ব্যালন করে দেশে শান্তি প্রতিষ্ঠায় প্রার্থণা করা হয়। প্রার্থণাটি পরিচালনা করেন কৃষ্ণ কান্ত আচায্য।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ