আজ ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

থানায় মুক্তিযুদ্ধাদের সংরক্ষিত আসন থাকবে পুলিশ সুপার নরসিংদী

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান পিপিএম, বলেছেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন করার লক্ষ্যে জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছেন মুক্তিযুদ্ধারা।সে কারণেই আজ আমরা এই পর্যায়ে এসেছি। তাই বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে থানা গুলোতে মুক্তিযোদ্ধাদের জন্য একটি সংরক্ষিত আসন থাকবে।
তিনি মাধবদীতে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষনা দেন। এসময় তিনি বলেন মাধবদী থানায় আজ থেকে মুক্তিযোদ্ধাদের জন্য একটি সংরক্ষিত চেয়ার থাকবে পর্যায়ক্রমে নরসিংদীর সব থানা গুলোতেএ রকম আসনের ব্যাবস্তা করা হবে।

মাধবদী থানার আয়োজনের সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকালে মাধবদী সতী প্রষন্ন ইনস্টিটিউশন মিলনায়তে সভায় আরও বক্তব্য রাখেন,সেক্টর কমান্ডার ফোরাম ‘৭১ নরসিংদীর সভাপতি ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোতালিব পাঠান, ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি বাবু প্রবীর কুমার সাহা, রমনী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি নিজাম উদ্দিন ভূঁইয়া লিটন, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে, এম, শহিদুল ইসলাম সোহাগ প্রমূখ।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান এর সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, সহ সুশীল সমাজের প্রতিনিধি ও ব্যবসায়ীবৃন্দ।

আইন শৃঙ্খলা রক্ষা ও জনসচেতনতা সৃষ্টির জন্য পুলিশ প্রশাসনকে আরো তৎপর হতে আহ্বান জানান অনুষ্ঠানের বক্তারা।

পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান পিপিএম আরও বলেছেন, থানাগুলোর কোন সোর্স থাকবে না,কোন ব্যক্তি পুলিশের সোর্স পরিচয় দিলে তাকে পুলিশের হাতে সোপর্দ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, যদি কেউ এসপির সাথে কথা বলতে চান, আমার দরজা সর্বদা খোলা আছে।আমি আপনাদের কথা শুনতে আগ্রহী।

পুলিশ সুপার আরও বলেন, সকল থানায় কিশোর গ্যাং সহ সকল অপরাধীদের তালিকা তৈরি হচ্ছে। মাদক-সন্ত্রাস মুক্ত নরসিংদী গড়ার জন্য পুলিশকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান তিনি

     এ ক্যাটাগরীর আরো সংবাদ