পলাশ প্রতিনিধি
নরসিংদীর পলাশে বাড়িতে একা পেয়ে প্রাণে মারার ভয় দেখিয়ে এক তরুণী (১৮) কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক আবুল হাই (৩০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার জিনারদী ইউনিয়নের পারুলিয়া টেঙ্গরপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবুল হাই জিনারদী ইউনিয়নের পারুলিয়া টেঙ্গরপাড়া গ্রামের স্বপন মিয়ার ছেলে।
এর আগে গত (৩১ অক্টোবর) রবিবার সকালে ওই তরুণীকে তার নিজ বাড়িতে একা পেয়ে প্রাণে মেরে ফেলার ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠে। এই ঘটনায় গতকাল বুধবার সকালে ভুক্তভোগী ওই তরুণীর মা বাদি হয়ে অভিযুক্ত আবুল হাইকে আসামী করে পলাশ থানায় একটি মামলা দায়ের করে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রবিবার সকালে ওই তরুণীর মা ঘাস খাওয়াতে গরু নিয়ে মাঠে যায়। এসময় ওই তরুণী বাড়িতে একা ছিল। তরুণীতে একা থাকার সুযোগে আবুল হাই তাদের বাড়ীতে আসে এবং প্রাণে মেরে ফেলাসহ বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, স্থানীয়দের কাছ থেকে ধর্ষণের ঘটনার খবর পাওয়ার পর অভিযুক্ত আবুল হাইকে আটক করতে অভিযানে নামে পুলিশ। পরে মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়। এ ঘটনায় বুধবার সকালে থানায় মামলা করেন ভুক্তভোগী ওই তরুণীর মা। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আবুল হাইকে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।