আজ ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির সংবাদে কয়েক ঘন্টা বন্ধ রাখেন পেট্রোল পাম্প

জুবায়ের আহমেদ

দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) রাতে ডিজেল, পেট্রল, কেরোসিন, ও অকটেনের দাম বাড়ানোর কথা জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

দাম বেড়েছে প্রতি লিটার ডিজেলে ৩৪, কেরোসিনে ৩৪, অকটেনে ৪৬, পেট্রলে ৪৪ টাকা।দাম বাড়ার পর প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও প্রতি লিটার পেট্রল ১৩০ টাকায় কিনতে হবে। আগে ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ছিল প্রতি লিটার ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা ও পেট্রল ৮৬ টাকা।

শুক্রবার রাত ১২টার পর এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ডিপোর ৪০ কিলোমিটারের মধ্যে ভোক্তা পর্যায়ে এ খুচরা মূল্য বহাল থাকবে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবর পাওয়ার পর থেকে নরসিংদীর বিভিন্ন জায়গায় পেট্রোল পাম্প বন্ধ করে রেখেছে কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কেউ কখা বলতে রাজি হননি।

শুক্রবার (৫ আগস্ট) রাতে নরসিংদী জেলার বিভিন্ন ফিলিংস স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে। এসময় বাইক চালকরা ফিলিং স্টেশনগুলোতে ভিড় করতে দেখা গেছে।

বাইক চালকদের সাথে কথা বলে জানা যায়, তেলের দাম বৃদ্ধির খবরে অতিরিক্ত মুনাফা লাভের আশায় কর্তৃপক্ষ পাম্প বন্ধ রাখে যাতে করে ১২টার পর থেকে বর্ধিত দামে তেল বিক্রি করতে পারে। তারা মূলত সিন্ডিকেট তৈরির ব্যবস্থা করেছে।

মেসার্স মাহাবুব কর্পোরেশন ফিলিং স্টেশন রাত সাড়ে ৯টার পর পর তেল দেওয়া বন্ধ করে দেয়। এসময় তেল নিতে আসা বাইক চালকদের সাথে পাম্পের কর্মচারী বাকবিতান্ডায় জড়িয়ে পড়তে দেখা যায়। এগিয়ে একজনকে তার নাম জিজ্ঞেস করলে উত্তরে সে বলে, ‘নাম দিয়া কাম কি, যা জিজ্ঞানের মালিকরে গিয়া জিগান গা রাত ১২টার আগে আমগোরে তেল দিতে না করছে। তাই আমরা তেল দিতে পারতাম না।’

এসময় তেল নিতে আসা এক বাইক চালক বলেন, আমি নিয়মিত এই পাম্প থেকে তেল নেই। কখনোই এই পাম্প বন্ধ থাকতে দেখিনি। তেলের দাম বৃদ্ধির খবরে তারা পাম্প বন্ধ রেখেছে।

এদিকে মধ‍্যরাতের পর থেকে বন্ধ থাকা পাম্পগুলোকে সচল দেখা যায়। এব‍্যাপারে পেট্রোল পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাইলেও কেউ কোন কথা বলতে রাজি হয়নি।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে (ইআরএল) পরিশোধিত এবং আমদানি/ক্রয় করা ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের মূল্য সমন্বয় করে ভোক্তা পর্যায়ে পুনর্নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত বছরের ৪ নভেম্বর থেকে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৬৫ থেকে ৮০ টাকা করে সরকার। তবে অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত ছিল।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ