বিল্লাল হোসেন খান
নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এল উদ্বোধন করেন শিল্পমন্ত্রী এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি।।
ম্যুরাল উদ্বোধন শেষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মুক্তির মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাতবরণকারী সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করা হয়।
নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ‘র প্রেসিডেন্ট মো. আলী হোসেন শিশির (সিআইপি)’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিজাম উদ্দিন রিটন (সিআইপি) নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র ভাইস প্রেসিডেন্ট জাকির হোসেন ভৃঁইয়া, পরিচালক আল আমিন রহমানসহ চেম্বারের অন্যান্য পরিচালকগণ।